নিজস্ব
প্রতিবেদক :'
মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব খলিলপুর ও ৬ নং ওয়ার্ডের পূর্ব লামুয়া (পংমধপুর) গ্রামের রেদোয়ান হত্যা মামলার অন্যতম আসামী লেপাছ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
তাকে আজ কারাগার থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানা নিয়ন্ত্রয়াধীন শেরপুর পুলিশ ফারির ইনচার্জ উপ-পরিদর্শক শিপু কুমার দাশ । অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
মাহমুদুল হাসান ভুইয়া তার জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছর ২৮ ই জুলাই ভোরবেলা প্রকাশ্যে লেপাছ মিয়া'র নেতৃত্বে লেপাছ তার দল বল নিয়ে প্রকাশ্য গুলি করে রোদোয়ান কে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলায় দায়ের করা হয়। এই মামলার ২নাম্বার এজাহারভুক্ত আসামি হলেন লেপাছ মিয়া (৩৪)।