রাজনগর ডিএস ফাজিল মাদ্রাসা শিবিরের ইফতার মাহফিল

রাজনগর ডিএস ফাজিল মাদ্রাসা শিবিরের ইফতার মাহফিল

রাব্বি মিয়া, রাজনগর ::

মৌলভীবাজারে রাজনগর শিবিরের ডি.এস ফাজিল মাদরাসা শাখার উদ্যোগে 'মাহে রমাদ্বানের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় রাজনগর কফি হাউজে এ আয়োজন করা হয়। রাজনগর ডি.এস ফাজিল মাদরাসার সাধারণ শিক্ষার্থী এবং শাখা কর্মীদের নিয়ে স্থানীয়ভাবে এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজনগর ডি.এস ফাজিল মাদরাসা শাখা।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার এইচআরডি সম্পাদক মোস্তাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার প্রকাশনা সম্পাদক সাব্বির আহমেদ, রাজনগর দক্ষিণ শাখার সভাপতি সাজ্জাদুর রহমান, সেক্রেটারি জুবেল আহমেদ, রাজনগর সরকারি কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহ আল আপন, রাজনগর ডি.এস ফাজিল মাদরাসার সভাপতি ওমর ইবনে মুসলিম এবং সেক্রেটারি তাহা খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকিম আলী বলেন, 'রমজান হোক সৌহার্দপূর্ণ। রমজানের তাকওয়ার শিক্ষা যেন মানবজীবনের মানবিক এবং নৈতিকতার ভিত্তি হিসেবে সাধারণ শিক্ষার্থীসহ সবার মাঝে আলো হিসেবে ছড়িয়ে পড়ে।'

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে মাহফিল শেষ হয়।