কাতারে সড়ক দুর্ঘটনায় জুড়ীর তাজুল ইসলামের মৃত্যু



বিশেষ প্রতিবেদক::

কাতারে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা মোঃ তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু হয়েছে। মারা যাবার খবর শুনে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাতে কাতারের মদীনা মুররায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মোঃ তাজুল ইসলাম চৌধুরী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার মৃত আব্দুল মন্নান চৌধুরীর ৪র্থ ছেলে।

জানা যায়, তাজুল ইসলাম কাতারে টাইলসের কাজ করতেন। গতকাল রাতে কাজের সাইটে যান তিনি। সেখানে আরও কয়েকজন লোক ছিলেন তার সাথে কাজ করার জন্য। সাইটে যাবার পর হঠাৎ একটি জিনিসের শট পড়ে যায়। তখন সেখান থেকে লোকদের কাজে লাগিয়ে শর্ট পড়া জিনিসটি আনতে যান। ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করা হয়।

উন্নত জীবনের আশায় ১৫ বছর আগে কাতার যান তিনি। এরপর সেখানে থেকে কাজ শুরু করেন। পরিবারের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যক্তিগত জীবনে মোঃ তাজুল ইসলাম চৌধুরী বিবাহিত ছিলেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। এক মেয়েকে বিবাহ দিয়েছেন আর আরেক মেয়ে বাড়ীতে আছে। বড় ছেলে ফরহাদ ইসলাম ইমন তার সাথে কাতারে থাকে। ছোট ছেলে স্থানীয় একটি হাফিজি মাদরাসায় হিফজ বিভাগে পড়ালেখা করছে।

নিহত তাজুল ইসলাম চৌধুরীর ভাতিজা সাইফুল ইসলাম বলেন, চাচা কাতারে দীর্ঘদিন থেকে কাজ করছেন। গতকাল তিনি কাজ করতে গিয়ে একটি জিনিস শট পড়ায় সেটি আনতে যান। কাজের গন্তব্যে আসার পর রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যান তিনি। বর্তমানে চাচার লাশ দেশে আনার জন্য প্রক্রিয়াধীন আছে। লাশ দেশে আনার জন্য তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন।