বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাথী শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ রমাদান বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ৩ঘটিকা থেকে এই সাথী শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে, জুড়ী পূর্ব শাখার সভাপতি মো: আব্দুল্লাহ এর সঞ্চালনায় সাথী শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আজিম উদ্দিন, সাবেক জেলা সভাপতি হা. আলম হোসাইন, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো: ফরিদ উদ্দিন, জেলা বায়তুলমাল সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা মাদরাসা সম্পাদক শিপলুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন এমরান হোসাইন মনিয়ার, রুমেল আহমদ সহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, মুমিনদের গুণাবলী হলো তারা তাওবাকারী, ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকূকারী, সিজ্দাকারী, সৎকাজের আদেশদাতা, অসৎকাজের নিষেধকারী এবং আল্লাহ তা‘আলার আনুগত্যে সুপ্রতিষ্ঠিত। একজন মু’মিন তার জীবনকে যেভাবে ইচ্ছা পরিচালনা করবে এতটুকু ইখতিয়ার তার নেই। যেহেতু তার জান এবং মাল আল্লাহ তা‘আলার কাছে বিক্রি করা।